জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হওয়ার সেই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ঘাতক বাস চালক।
পৌর সদরের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই বাস চালককে গ্রেপ্তার করে পুলিশ। ঘাতক বাস চালকের নাম মোঃ ইদ্রিস মিয়া (২৫)। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে বলে জানা গেছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মিজান।
উল্লেখ্য, গত (৪ আগস্ট) সকালে উপজেলার কদিম দেওহাটা নামক স্থানে বাস-অটোরিকসা সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন গৃহবধূ তাসলিমা (২৮), হাসপাতালে নেওয়ার পর মারা যান তার স্বামী জাহাঙ্গীর (৩৫) ও রিক্সা-চালক শরিফুল (৪০)। এই সড়ক দুর্ঘটনায় এতিম হয়ে যায় জাহাঙ্গীর-তাসলিমা দম্পত্তির ৩ শিশুসন্তান। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন নিহত জাহাঙ্গীরের বাবা পাখি মিয়া।
এ বিষয়ে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মোঃ মোশারফ হোসেন জানান, মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।