
জুমবাংলা ডেস্ক: ঢাকার বাতাসের মানে শনিবার সকালে টানা চতুর্থ দিনের মতো উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। খবর ইউএনবি’র।
এ দিন দূষিত বাতাসের শহরের তালিকায় ১৩তম খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৮টা ৩৯ মিনিটে জনবহুল এ শহরের স্কোর ছিল ৮৬, যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’বলে নির্দেশ করে। একিউআই স্কোর ৫১ এবং ১০০ এর মধ্যে থাকলে বায়ু গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৬৩, ১৫৬ ও ১৫৫ স্কোর নিয়ে এ তালিকার শীর্ষ তিনে রয়েছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ুর কারণে বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতায় বৈচিত্র্য দেখা যায়।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। তবে মধ্য জুন থেকে বৃষ্টিপাত শুরুর পর বাতাস পরিষ্কার হতে আরম্ভ করে। আর জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষার মৌসুমে বাতাসের মান মোটামুটি গ্রহণযোগ্য থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।