জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ পিস স্বর্ণের বারসহ চায়না খাতুন (৪০) নামের এক সোনা চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে জীবননগর সীমান্তবর্তী হরিহরনগর গ্রাম থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ৬পিস স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা। আটককৃত চায়না খাতুন জীবননগর উপজেলার হরিহরনগর জেলে পাড়া আব্দুল হান্নানের স্ত্রী।
জীবননগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে উপজেলার হরিহরনগর জেলে পাড়ার মৃত শাহার আলী মন্ডলের ছেলে আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশিকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের (৪০) দেয়া তথ্যমতে তাদের বসত ঘরে থাকা টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারি হান্নানের স্ত্রী চায়না খাতুনকে গ্রেফতার করা হয়।
স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার বিষয়ে জীবননগর থানায় স্বর্ণ চোরাচালান মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।