বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের ৩ বিলিয়ন ডলার সমমূল্যের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক (Tesla and SpaceX CEO Elon Musk) । যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, গত ১৪ মার্চ ইলন মাস্ক টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৩৩৮টি শেয়ার কিনেছেন। তার কেনা শেয়ারের মূল্য ২৮৯ কোটি ডলার (২৪ হাজার নয়শত ৭৫ কোটি টাকা)।প্রতিবেদনে বলা হয় ইলন মাস্ক প্রায় তিনশ কোটি ডলার মূল্যে এ শেয়ার কেনেন।এ খবরে টুইটারের শেয়ারের দাম ২৬ শতাংশ বেড়ে গিয়েছে।
সম্প্রতি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির কথা জানিয়েছিলেন মাস্ক। তিনি টু্ইটারের নিয়মিত ব্যবহারকারী। ইটারে তার ৮ কোটির বেশি অনুসারী রয়েছে।
দিনের পর দিন যে পোশাকে ছিলেন সঞ্জয় দত্ত, ওজন শুনে চমকে গেল সবাই! (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।