টেকসই অর্থনীতি গঠনে অবদান রাখবে অটোগ্যাস শিল্প: জামিল

জামিল ওয়াহেদ

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কসপ অনার্স অ্যাসোসিয়েশন ঢাকা উত্তর জোনের সভাপতি জামিল ওয়াহেদ বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বেশি উন্নত করতে বাংলাদেশের মূল-অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করে টেকসই অর্থনৈতিক সুন্দর ভবিষ্যত গঠনে অবদান রাখতে পারে এই অটোগ্যাস শিল্প। তিনি বুধবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

জামিল ওয়াহেদ

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাংলাদেশের অটোগ্যাস শিল্প বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উল্লেখযোগ্য সুযোগও আমাদের রয়েছে। আর এই সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে হলে, সরকারকে এই খাতের জন্য আরও বেশি সহায়তা প্রদান করতে হবে এবং সেই সাথে ভোক্তা পর্যায়ে অটোগ্যাস প্রাপ্তি আরো বেশি সহজ করার লক্ষে অবকাঠামোগত উন্নয়ন জোরালো করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এবং এই সুযোগ গুলোকে কাজে লাগানোর মাধ্যমে, বাংলাদেশের অটোগ্যাস শিল্প রাষ্ট্রের একটি মজবুত অর্থনৈতিক শক্তির স্বাধীনতা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ দূষণ হ্রাস করতে এই শিল্পের দ্রুত উন্নয়ন সময়ের দাবী।

১০৬ দিনে কোরআনের হাফেজ হলেন ১৪ বছর বয়সী হিমেল