স্পোর্টস ডেস্ক: ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্কিন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস অবসর নিয়ে ফেললেন। এবারের যুক্তরাষ্ট্র ওপেনে (ইউএস ওপেন) মাঠে নামার আগেই সেরেনা ইঙ্গিত দিয়েছিলেন, পেশাদার টেনিসে এটাই হতে পারে তাঁর শেষ টুর্নামেন্ট। হলোও তাই। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে টেনিসকে বিদায় জানিয়ে দিলেন সেরেনা।
নারী টেনিস আমূল বদলে গিয়েছে সেরেনার র্যাকেটে। এগিয়ে গিয়েছে অনেকটা পথ। আড়াই দশকের বেশি সময় ধরে সেরেনার প্রতিটি সার্ভিস, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড শাসন করেছে নারী টেনিসকে। ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামসদের সামনে একটা সময়ে বাকি খেলোয়াড়রা ছিলেন নিষ্প্রভ।
সেরেনার রয়েছে একটি কন্যা সন্তান। এই টেনিস তারকা জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাই টেনিসকে বিদায় জানিয়েই সে পথে এগোবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।