স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টে ফিরেই জয়ের দেখা পেলেন অ্যান্ডি মারে। তিন সেটের এ জয়ে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই ব্রিটিশ টেনিস সুপারস্টার।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে প্রথম রাউন্ডের লড়াইয়ে দুইবারের চ্যাম্পিয়ন মারে ৭-৬ (৮-৬), ৩-৬ ও ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে। নয় মাসের মধ্যে এটিই মারের প্রথম এটিপি ট্যুর ম্যাচ।
পরের রাউন্ডে তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্কটিশ মেগাস্টার মারে লড়বেন পঞ্চম বাছাই জার্মান প্রতিপক্ষ আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে।
১৬তম বাছাই ইউক্রেনের ২০ বছরের তরুণী ডায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ৫-৭, ৬-২ ও ৭-৫ গেমে হার মেনেছেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস।
৩১ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। তার ওয়ার্ম-আপ হিসেবে একই ভেন্যুতে হচ্ছে এই টুর্নামেন্ট।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের টেনিস খেলা। লকডাউনের পর ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনই পুরুষদের প্রথম এটিপি ট্যুর ইভেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।