টেস্টে নিজের ৪ সেঞ্চুরির ৩টিই লিটন কুমার দাস করেছেন চাপের মুখে দাঁড়িয়ে। ৫০ এর আগে দল হারিয়েছে ৬ উইকেট। সেখান থেকে এর আগে দুইবার সেঞ্চুরি পেয়েছিলেন লিটন। এবারও পেলেন। রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখিয়েছেন মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে। মিরাজ না পারলেও, লিটন ঠিকই তুলে নিয়েছেন শতক।
শেষবেলায় হাসান মাহমুদ ২ উইকেট নিয়ে ম্যাচ নিয়ে এসেছেন বাংলাদেশের অনুকূলে। ২১ রানের লিড থাকলেও বাংলাদেশকেই আপাতত বলা চলে এই ম্যাচের ফেবারিট। ম্যাচ জয়ের কক্ষপথে আছে দল। এমন অবস্থায় লিটনের চাওয়া চতুর্থ দিনে যতদ্রুত সম্ভব উইকেট তুলে নেয়া।
তবে চতুর্থ দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনের মুখেও আগে এলো বৃষ্টির কথা, ‘বৃষ্টির জিনিসটা তো আমাদের হাতে নেই। তবে আমরা যদি আগামীকাল এসে শুরুতে অনেক ভালো বল করতে পারি, যেকোনো কিছু ঘটতে পারি। উইকেটে নতুন বলের জন্য কিছুটা সাহায্য আছে। যদি আমরা শুরুতে আবার ব্রেক থ্রু দিতে পারি, মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার আমরা এখান থেকে সহজেই কামব্যাক দিতে পারব।’
পাকিস্তানকে কত রানে আটকাতে চান এমন প্রশ্নে লিটন বললেন, ‘আসলে এটা বলা একটু কঠিন। আমি বলতে চাচ্ছি না যে, তাদের অনেক সহজেই অলআউট করে দিব। আমাদের দায়িত্ব নিতে হবে বোলিং এবং ফিল্ডিং ইউনিট হিসেবে। যদি আমরা ভালো জায়গায় বল করে যেতে পারি তাহলে তারা সংগ্রাম করবে। এই উইকেটে আসলে ব্যাটিং করাটা সহজ নয়, দ্রুত রান করা কঠিন। এখানে সময় নিয়ে তারপর ব্যাট করতে হয়।’
লিটনের চাওয়া পাকিস্তানকে চেপে ধরা। সম্ভাবনার খাতায় রাখছেন স্পিন বিভাগের নামটা, ‘যদি আমরা ভালো বল করি তাহলে তাদের চাপে ফেলতে পারব। কারণ আমাদের পেস এবং স্পিন ইউনিট বেশ ভালো। দেখা যাক কাল কী হয়। আগামীকাল হয়ত আরও স্পিন ধরতে পারে। কারণ উইকেট যখন শুষ্ক থাকে তখন পিচে স্পিন ধরে বেশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।