স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার আশরাফুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড়ে পড়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
এদিকে বাংলাদেশ ক্রিকেটে চলছে খুশির আমেজ। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে আত্মহারা ক্রিকেটপাড়া।
আর বুধবার এই খুশির দিনেই দুঃসংবাদ পেলেন বিসিবির প্রধান নির্বাচক ।
বুধবার সন্ধ্যায় খবর আসে ক’রোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
তবে নান্নুর ধারণা, সঠিক রিপোর্ট আসেনি তার। কারণ রিপোর্টে ক’রোনা পজিটিভ দেখালেও তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ ধরা পড়েনি। তবে ঝুঁকি না নিয়ে রিপোর্ট হাতে পাবার পর পরই নিয়ম মেনে ইসোলেশনে চলে গেছেন নান্নু।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে নান্নু বলেছেন, ‘বুধবার কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। কিন্তু কোন উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’
নান্নুর ক’রোনা পজিটিভ হওয়ার খবর আসার ঠিক আগের দিনই আক্রান্ত হয়েছেন আরেক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার ক’রোনা পজিটিভ হওয়ার খবর পান তিনি।
গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে।
২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।