Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেটের নাগরি পয়েন্টে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (২৯) নামে এক রিকশাচালকের মৃত্যু। বুধবার (১২ ফেব্রুয়ারি) নগরের সুরমা মার্কেট এলাকার নাগরি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
মৃত রফিকুল রংপুরের তারাগঞ্জ থানার মাঠিয়াল পাড়া গ্রামের লুতফুর রহমানের ছেলে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে সুরমা মার্কেট এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক রিকশাচালক রফিকুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। সিসিটিভির ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।