আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ভোটগণনা বন্ধের দাবিতে ট্রাম্পের করা মামলাকে ‘ছেলেমানুষি’ হিসেবে আখ্যায়িত করেছে মিশিগান কর্তৃপক্ষ। রাজ্যটির নির্বাচন সংক্রান্ত প্রধান কর্মকর্তা জোসলিন বেনসন বলেছেন, ‘সকল ভোট যথাযথভাবে গণনা করা হয়েছে। তার এই ধরনের মামলা ছেলেমানুষি।’
অন্যদিকে পশ্চিমা বিশ্বের সকল নির্বাচন পর্যবেক্ষণ করা ‘অর্গানাইজেশন ফর সিকিউরিটি ইন কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) বলছে, ‘মঙ্গলবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো তথ্য-প্রমাণ নেই। করোনা মহামারির মধ্যেও একটি প্রতিন্দ্বদ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
সংস্থাটির প্রধান মাইকেল জর্জ লিংক এক বিবৃতি বলেছেন, ‘বর্তমান প্রেসিডেন্টের ভিত্তিহীন এই অভিযোগের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর জনগণের যে বিশ্বাস, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
গত নির্বাচনে মিশিগান রাজ্যে সাড়ে ১০ হাজার ভোটের বেশি ব্যবধানে জিতিছেলেন ট্রাম্প। কিন্তু এবার সামান্য ব্যবধানে রাজ্যটিতে জয় পেয়েছে বাইডেনের গাধা। ফলে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে ভোটের দ্বারপ্রান্তে ডেমোক্রেটের গাধা প্রতীক।
এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যায়নি সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেক্টোরাল ভোট, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি এবং পেনসিলভেনিয়ায় ২০টি।সূত্র: আল জাজিরা, বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।