মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ আখ্যা দিয়েছেন। তিনি বলছেন, প্রস্তাবটি হামাসকে শান্তির সুযোগ দেয় না — বরং চাপ ও হুমকি দেয়া হচ্ছে যাতে গাজার জনগণ আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পোষ্টে মাহাথির লিখেছেন, ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করা এই প্রস্তাব মূলত ফিলিস্তিনি জনগণের ওপর দখল ও আত্মসমর্পণের রূপরেখা টেনেই তৈরি। তাঁর মন্তব্য, প্রস্তাবটি “চার দিনের মধ্যে মেনে নিতে বলা হয়েছে; না হলে গণহত্যা আরও ভয়াবহ হবে”—অর্থাৎ এটি শান্তি প্রস্তাব নয়, বরং হুমকি।
মাহাথির আরো আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও দর্ক্ষতা সাথে সমর্থন দেবে। তিনি উল্লেখ করেছেন, এ পর্যন্ত প্রায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; এখন যদি তাদের আত্মসমর্পণ চাপিয়ে দেওয়া হয়, তাহলে এত প্রাণহানি ও ধ্বংসস্তূপের মূল্য হারিয়ে যাবে।
প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষ্য, ট্রাম্প কোনো ‘শান্তির দূত’ নন—তিনি চাপ প্রয়োগ করে সমাধান চাপিয়ে দেওয়ার নীতি অনুসরণ করায় তা ইতিহাসে প্রমাণিত; এমন নীতিই গাজায় আরও বিধ্বংসী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।