আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিক্ষার্থীদের সেপ্টেম্বরে স্কুলে পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।
কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, ট্রুডোকে আসন্ন সেশনে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর পরিকল্পনা আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি।
উল্লেখ্য, ট্রুডোর তিন সন্তান অন্টারিওর পাবলিক স্কুলে পড়ে। জুলাইয়ের শেষদিকে তারা স্কুলে ক্লাস করার কারণে প্রদেশটির অভিভাবক এবং শিক্ষক ইউনিয়নগুলোর সমালোচনার মুখোমুখি হয়েছিল।
সমালোচকরা বলেছিলেন, বিদ্যালয়ে শারীরিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না।
ট্রুডো জানান, করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুলগুলো ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। স্কুল খোলার জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করছি। প্রথমত স্কুলের পরিকল্পনাগুলো কী তা দেখছি।
শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব মেনে ঠিকমতো মাস্ক পরবে কিনা সেও বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্টারিওর চিফ মেডিকেল অফিসার অব হেলথের ডা. ডেভিড উইলিয়ামস জানান, ক্লাস করার জন্য একেবারে ঝুঁকিমুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি।
অন্যদিকে পুরো কানাডায় এই মুহূর্তে বেশিরভাগ বাবা-মা সন্তানদেরকে স্কুলে গিয়ে ক্লাস করার চাইতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানোর উপরে গুরুত্ব দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।