নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান।
স্টেশন মাস্টার বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার আধা ঘণ্টা পর ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পাই। যদিও এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করে। এখন কোন ট্রেনে ওই নারী কাটা পড়েছে তা নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, শ্রীপুর স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে রেলওেয়ের ৩২২ কি: এ ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে একটি সাদা ডোরাকাটা রঙের চাদর, সালোয়ার কামিজ ও কম্বল ছিল। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন সীমানায় প্রবেশ করার পর ওই নারীর দেহ রেললাইনের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পাশেই খন্ডিত পা পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ট্রেনটির নিচে পড়ে কাটা পড়েন তিনি।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদ মিয়া বলেন, সন্ধ্যার পরে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।