জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ে একটি জুয়েলারি দোকানে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের পুরনো বাসস্ট্যান্ড গড়েয়া রোডে ‘ঘোষ জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
ঘোষ জুয়েলার্সের স্বত্বাধিকারী সুমন ঘোষ ওরফে পার্থ অভিযোগ করেন, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তাঁর দোকানে চুরি হয়েছে।
পরে এসে দেখেন, দোকানের দুটি লোহার কেঁচিগেট খোলা ও গেটের তালা কাটা অবস্থায় পড়ে রয়েছে। একদল দুর্বৃত্ত দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ২০ ভরি সোনা, ১৫০ ভরি রূপা, দুই লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঠাকুরগাঁও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও আমিন জুয়েলার্সের মালিক রুহুল আমিন কালের কণ্ঠকে জানান, ঠাকুরগাঁওয়ে সোনার দোকানে একের পর এক চুরি, ডাকাতি হচ্ছে। এখন পর্যন্ত চুরি ও ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। তাই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের এ বিষয়ে আরো তৎপর হতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।