
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নার্স ও বিজিবি সদস্যসহ নতুন করে আরও আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জন এবং তাদের মধ্যে মারা গেছেন তিনজন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে সোমবার সন্ধ্যায় পাওয়া প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালের একজন নার্স, সদরের একজন বিজিবি সদস্য, রানীশংকৈল উপজেলার বাঁশবাড়ি গ্রামের স্বামী-স্ত্রী এবং বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একজন পরিসংখ্যানবিদ রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, জেলার আক্রান্তদের মধ্যে ২১৪ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।
সোমবার নতুন করে আরও ২২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলার ৩০৬২ জনের নমুনা পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।