জুমবাংলা ডেস্ক : টেকনাফের স্থানীয় শাপলাপুর বিচে জেলেরা পিটিয়ে মেরেছেন একটি ডলফিনকে। মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা ডলফিনটিকে পিটিয়ে মারে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মী সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ।

সম্প্রতি লকডাউনের কারণে পর্যটক না থাকায় কক্সবাজারে সৈকতের কাছাকাছি ডলফিনের আনাগোনা দেখা যাচ্ছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডলফিনকে ঘিরে নতুন করে সম্ভাবনার কথা বলছেন পরিবেশ ও পর্যটনপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


