আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন ঘটেছে। কোনোভাবেই মুদ্রার অবমূল্যায়ন ঠেকানো যাচ্ছে না। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৪৪ রুপিতে, ভারতের ইতিহাসে যা সর্বকালের সর্বনিম্ন। তার আগের দিন বুধবার ডলারপ্রতি দাম ছিল ৮৩ দশমিক ৫৩ রুপি এবং মঙ্গলবার তা ছিল ৮৩ দশমিক ৩৮ রুপি। এ নিয়ে চলতি বছর গ্রিনব্যাকের বিপরীতে ভারতীয় মুদ্রার অবনমন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ, গত বছরের শেষদিক থেকে যা অব্যাহত আছে।
ব্যবসায়ীরা বলছেন, ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে ইউএস বন্ড ইল্ড। তাতে এশিয়ার মুদ্রাগুলোর ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানিকারকদের কাছে মার্কিন ডলারের চাহিদা বেড়েছে। ফলে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্যমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।