জুমবাংলা ডেস্ক: আজ (২৫ মার্চ) যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে সকাল ৮টায় তিনি ঢাকা ত্যাগ করেন।
যুক্তরাজ্য সফরকালে আগামী ২৯ মার্চ দুপুরে লন্ডনে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউস অব কমন্সে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ‘র ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাউস অব কমন্সের প্রবীণ এমপি স্টিফেন ট্রিমিস।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে এই ভ্রমণে তার স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরীও রয়েছেন।
আগামী ১০ এপ্রিল তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডনে থাকাকালে তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেলথ সেমিনারে বক্তব্য রাখবেন।
দেশবাসীর কাছে এই সফরের সফলতা ও তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।