পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের ছাত্র মো. সালাউদ্দিন, মো. মিরাজ উদ্দিন শিহাব, মো. মনির খান, মেন্টর. মো. রাসেল ইসলাম আবিষ্কার করেন এই ডিজিটাল হেলমেট। শনিবার (১৭ জুন ) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত এসেট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রদর্শনীতে এই হেলমেটের দেখা মেলে।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র মো. সালাউদ্দিন বলেন, ‘আমাদের দেশে প্রচুর পরিমাণ বাইক দুর্ঘটনা হয়। বাইক রাইডারদের নিরাপত্তা প্রদানই আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। বেশির ভাগ মোটরসাইকেলচালক হেলমেট পরতে অনাগ্রহী।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, ‘এ ধরনের প্রকল্পে আমাদের বাজেট খুব কম, তাই ইচ্ছা থাকলেও ছাত্রদের বেশি আর্থিক সহায়তা করতে পারছি না।’
পাবনার ডায়মন্ড স্টিলের প্রপাইটার মো. আবু তালেব বলেন, যেকোনো খাত থেকে অর্থ সংগ্রহ করে এসব তরুণকে সহায়তা করা প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।