জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের হিলি বাজারে রসুনের কেজি ৬০ টাকা। গত তিনদিন আগেও কেজি ছিলো ৮০ টাকা। তিনদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে। কমতে শুরু করেছে ডিমেরও দাম। ৪৪ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে।
পবিত্র মাহে রমজানে ডিম আর রসুনের দাম কম হওয়াতে খুশি ক্রেতা সাধারণ। বেশি উৎপাদন ও ভালো ফলন এবং বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে, বলছেন ব্যবসায়ীরা।
সোমবার (৩ এপ্রিল) সকালে হিলি মসলা বাজার ঘুরে জানা যায়, গত তিন আগেও প্রতিকেজি রসুনের কেজি ছিলো ৮০ টাকা। আজ সেই রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এসব রসুন ব্যবসায়ীরা জেলার বিরামপুরসহ বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ৫০ টাকা দরে কিনে আনছেন।
এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম কমেছে হালিতে ৪ টাকা। ৪৪ টাকার ডিম আজ (সোমবার) বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। এক পাতা ডিম (৩০ টা) বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ডিমের দাম কিছুটা কম হওয়াতে স্বস্তি সাধারণ ক্রেতাদের।
ডিম কিতে আসা নাজমুল হক বলেন, কয়েকদিন আগে ডিমের হালি ৪৪ টাকা কিনেছিলাম, আজ ৪০ টাকা হালি। হালিতে ৪ টাকা কমেছে।
বাজারে রসুন কিনতে আসা ফরিদুল ইসলাম বলেন, দেশি রসুন ওঠার আগে ভারতের রসুন ১০০ টাকার উপরে কিনতে হয়েছিলো। দেশি রসুন উঠে গেছে, তাই দামও অনেক কম। ৬০ টাকা কেজি দরে এক কেজি রসুন কিনলাম।
হিলি বাজারে পাইকারি রসুন ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, চলতি রমজান মাসেও রসুনের দাম কমে যাচ্ছে। বিরামপুর থেকে আমরা ৫০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৬০ কেজি দরে বিক্রি করছি। এসব কাঁচামাল শুকিয়ে গেলে ঘাটতি হয়। দেশে পেঁয়াজের পাশাপাশি রসুনেরও আবাদ বেশি করেছে কৃষক। ফলন ভালো তাই আমদানি প্রচুর, বাজারে দামও কমে যাচ্ছে। আশা করছি দাম আরও কমে যাবে।
লাখ টাকার চাকরি ছেড়ে এক আইডিয়া নিয়ে বিদেশ থেকে দেশে ফেরেন যুবক,মাসে আয় কয়েক লাখ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।