স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার, পল পগবা পায়ের গোড়ালির চোটের কারণে ডিসেম্বর অবধি খেলতে পারবেন না বলে জানিয়েছেন ম্যানেজার ওলে গানার সস্কজায়ের।
ফ্রান্সের ফুটবল তারকা, পগবা তার সর্বশেষ ম্যাচ খেলেছিলেন চলতি বছরে ৩০ সেপ্টেম্বর আর্সেনালের সাথে। প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ এক মাস ধরেই মাঠের বাহিরে আছেন ফ্রেঞ্চ এই ফুটবল তারকা।
রবিবার (২৭ অক্টোবর) নরউইচ সিটির মাঠে ৩-১ একটি সহজ ছিনিয়ে নেয় ম্যানইউ দল। ম্যাচ শেষে পগবার মাঠে ফেরার ব্যপারে ম্যানইউ ম্যানেজার সস্কজায়ের সাংবাদিকদের বলেন, আমি মনে করি না, আমরা ডিসেম্বরের আগে পলকে দেখতে পাব। কিছুদিনের জন্য সে মাঠের বাহিরেই থাকবে।
তিনি আরও বলেন, পগবার পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময়ের প্রয়োজন। আমি চিকিৎসক নই। তবে তার পায়ের গোড়ালির আঘাতটা গুরুত্বর। যার নিরাময়ের দরকার আছে।
প্রসঙ্গত, ম্যানচেস্টার ইউনাইটেডের পরের চারটি ম্যাচে পগবাকে বাদ দিয়েই তাদের দল গঠন করে ফেলেছে ম্যানেজার সস্কজায়ের। তাই এটি বলাবাহুল্য যে, পরবর্তী চারটি ম্যাচেও পগবাকে ছাড়াই মাঠে নামবে ম্যানইউ দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।