খেলাধুলা ডেস্ক : দারুণ এক স্বীকৃতি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। ডিসেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।
ডিসেম্বর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সাদারল্যান্ড ও বুমরাহ দুইজনই দ্বিতীয়বার পেলেন আইসিসি প্লেয়ার অব দা মান্থ সম্মাননা। সেরার পুরস্কার জেতার লড়াইয়ে সাদারল্যান্ড হারান ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবাকে। আর বুমরাহ পেছনে ফেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসনকে। আর
ডিসেম্বরে ব্যাট-বলে আলো ছড়ান সাদারল্যান্ড। ৬ ওয়ানডেতে ব্যাট হাতে ২৬৯ রান করেন ৬৭.২৫ গড় ও ১১৩.৯৮ স্ট্রাইক রেটে। টানা দুটি সেঞ্চুরি করেন ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। এছাড়া বল হাতে ওভারপ্রতি ৩.৮৫ রান দিয়ে উইকেট নেন ৯টি। দুইটি সিরিজেই সেরার খেলোয়াড়ের পুরস্কার পান তিনি। ওই চমৎকার পারফরম্যান্স তাকে এনে দিল আরেকটি বড় স্বীকৃতি।
https://inews.zoombangla.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
অন্যদিকে, ডিসেম্বরে তিনটি টেস্ট খেলে মাস সেরার পুরস্কার জিতলেন বুমরাহ। ওই তিন টেস্টে ১৪.২২ গড়ে তিনি উইকেট নেন মোট ২২টি। অ্যাডিলেইড টেস্টে প্রথম ইনিংসে বুমরাহ ৬১ রানে নেন ৪ উইকেট। ব্রিজবেনে প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টির পর দ্বিতীয় ইনিংসে ১৮ রানে নেন ৩টি। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ৯৯ রানে, দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫টি। এতে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি গড়েন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।