Advertisement
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক পদে দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।
আর দায়িত্ব নেওয়ার পরপরই সাফ জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে নেতৃত্বে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দেওয়া হবে না।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে স্মিথ বলেন, একটা জিনিস আমি নিশ্চিত করতে চাই যে সাদা বলের ক্রিকেটের জন্য অধিনায়ক হবে কুইন্টন। সে টেস্ট অধিনায়ক হবে না। আমরা কুইন্টনকে সতেজ রাখতে চাই যাতে সে ভালো খেলে। আমি সবসময় বিশ্বাস করি, তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা খুবই চ্যালেঞ্জিং।
তিনি আরও বলেন, কাজের চাপ এবং মানসিক শক্তিতে, তিন ফরম্যাটে অধিনায়ক করা হলে তা তার জন্য ভার হয়ে দাঁড়াবে এবং তা আমাদের জন্য সুবিধার হবে না।