জুমবাংলা ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৮ জন মারা গেলেন। এ ছাড়া আরো ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৫ জনে। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ১৩৬ জন। রবিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৫৬৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬০ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন।
বর্তমানে সারা দেশে ২ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৬০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৭২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৮ জন মারা গেলেন।
গত বছর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।