জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, এডভোকেট ফজলে রাব্বি মিয়া ষাটের দশকের ছাত্র আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তিনি ছিলেন একজন জ্ঞানতাপস পার্লামেন্টেরিয়ান। একজন সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার হিসেবে তাঁর সংসদীয় ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও তাঁর অগণিত সহকর্মী, স্বজন ও শূভানুধ্যায়ীগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
গণমানুষের ভালোবাসায় বারবার সিক্ত হয়েছেন ফজলে রাব্বী মিয়া: জি এম কাদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।