জুমবাংলা ডেস্ক : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে শীত নামলেও রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত নামবে চলতি মাসের শেষের দিকে। এ মাসে শহরে বইবে হালকা হিমেল হাওয়া। তাও আবার ভোর ও সন্ধ্যার পরে।
এদিকে শহরে শীত নামবে মনে হলেও এ মাসের শেষের দিকে কিছুটা শীত পড়বে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে শীত নামতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলতি মাস থেকেই তাপমাত্রা হালকা কমে আসবে। তবে শহরে সেটি অনুভূত হবে কম। ভোরে এবং সন্ধ্যার পরে কিছুটা বোঝা যেতে পারে। উত্তরাঞ্চলে শীত অনুভব হবে বেশি। সেখানে আজকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এরপর কমতে পারে তাপমাত্রা। এ মাসে এখনই অন্য জেলাগুলোর তুলনায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। সেখানে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকবে।
তিনি বলেন, তাপমাত্রা আসলে শহর এবং গ্রাম ভেদে আলাদা অনুভূত হয়। গ্রামে যত দ্রুত শীতের প্রভাব ছড়িয়ে পড়ে, জনসংখ্যা, যানবাহনের চলাচল, দূষণের কারণে শহরে ততটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে না।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত পড়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে এই তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এখন হালকা কুয়াশা পড়লেও দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে শুরু করবে। আজকালের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে, এরপর কমে যাবে তাপমাত্রা। তবে শহরের তুলনায় গ্রামে শীতের অনুভূতি আসবে আগেই।
সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।