জুমবাংলা ডেস্ক : রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে রাতে সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন টিপু (৫৪) ও সামিয়া আরেফিন প্রীতিকে (২৪) মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন মুন্না চিকিৎসাধীন, তিনি নিহত জাহিদ হোসেন টিপুর গাড়িচালক বলে জানা গেছে।
নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তিনি বেশ কিছুদিন কারগারেও ছিলেন।
চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুন্নার ভাষ্য মতে, তাঁর মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাহজাহানপুরের বর্তমান বাসায় যাচ্ছিলেন তিনি। শাহজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌঁছলে হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপুর মৃত্যু হয়।
নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, গোলাগুলির ঘটনার সময় তাঁরা শাহজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রীতিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ও সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গোলাগুলির এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।