ঢাবির ভর্তি আবেদনের ওয়েবসাইট বন্ধ নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনের ওয়েবসাইট বন্ধ রয়েছে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে। রাত নাগাদ ওয়েবসাইট চালু হতে পারে বলে জানা গেছে। ওয়েবসাইট বন্ধ থাকার কারণ হিসেবে যান্ত্রিক গোলযোগ ও বাড়তি চাপের কথা জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সকাল থেকেই ওয়েবসাইট চালু করার কাজ চলছে। বিভিন্ন ধাপ অনুসরণ করে কাজ করতে হচ্ছে। সবকিছু শেষ হলে রাতের দিকে চালু হতে পারে ওয়েবসাইট। তবে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। কাজ শেষ করে পরীক্ষা করে বলতে পারবো।’

সোমবার সকাল পর্যন্ত প্রায় ২ লাখ ১২ হাজার আবেদন জমা পড়েছে বলেও জানান তিনি।

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া

ভর্তি পরীক্ষা কোনো ইউনিটে কবে—

১. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি
২. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
৩. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
৪. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
৫. বিজ্ঞান ইউনিট: ১৫ ফেব্রুয়ারি