Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এই চারজনের মৃত্যু হল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ।
হাসপাতাল সুত্র জানায়, মৃত ব্যাক্তিরা হচ্ছেন, লক্ষীপুরের ড. নাজমুল করীম (৭০) তার করোনা নমুনা পরিক্ষার ফল পজেটিভ পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির এক কর্মচারীর স্ত্রী সুফিয়া বেগম (৩৬), গতকাল বুধবার করোনা নমুনা পরিক্ষার জন্য দেওয়া হয়। পরে পজেটিভ পাওয়া যায়।
এছাড়াও করোনা ইউনিটে সেতারা বেগম (৬৫) ও হোসনে আরা (৭০) নামে দুই নারী মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



