স্পোর্টস ডেস্ক: আঙুলের ইনজুরির কারণে বেশ কিছুদিন হলো জাতীয় দলের বাইরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অনবদ্য ব্যাটিং করার মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উঠে গেলেন মুশফিক।
টেস্টের সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪ হাজার ৭৮৮ রান। বন্ধু তামিমকে ছাড়িয়ে যেতে মুশফিক ৭৬ ম্যাচে ১৪০ ইনিংস খেলেন।
তামিমের চেয়ে ৯২ রানে পিছিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও হোঁচট খান মুশফিক। মাত্র ৯ রানের জন্য পাননি সেঞ্চুরি।
রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে অপরাজিত আছেন মুশফিক, এদিন আর মাত্র ২ রান করেই ছাড়িয়ে যান তামিম ইকবালকে।
টেস্টে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ হাজার ৭৯৯ রানের মালিক মুশফিক। ৪ হাজার ৭৮৮ রান নিয়ে দ্বিতীয় পজিশনে তামিম। ৩ হাজার ৯৩৩ রান নিয়ে তৃতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান।
এদিকে চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৩৯ রান। এই টেস্টে পরাজয় এড়াতে হলে সোমবার চতুর্থ দিনে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজদের।
বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিনের প্রথম ওভারের শেষ দুই বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলী। শফিক ২ চার ও ২ ছক্কায় ৫২ রান করলেও গোল্ডেন ডাক পান পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী।
এরপর ওপেনার আবিদ আলী উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর করেন ১০ রান। ফাওয়াদ আলম, রিজওয়ানরা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
ইনিংস ওপেন করতে নেমে দলীয় ২১৭ রানে ফেরেন আবিদ আলী। তাইজুলের বলে বিভ্রান্ত হওয়ার আগে ১২টি চার ও এক ছক্কায় ১৩৩ রান করেন এই ওপেনার।
আবিদ আলী আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে ফাহিম আশরাফ চেষ্টা করেন দলের স্কোর মোটাতাজা করতে। কিন্তু হাসান আলী, সাজিদ খান ও নুমান আলীরা তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। দলীয় ২৮৬ রানে তাইজুলের সপ্তম শিকারে পরিণত হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ফাহিম আশরাফ। তার আগে ৩ চার ও এক ছক্কায় ৩৮ রান করেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel