তামিম ইকবালকে টপকে শীর্ষে মুশফিক


স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। আজ চট্টগ্রামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন মুশফিক। এই খেলার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করেন মুশফিক।

এই টেস্টের আগে ঘরের মাঠে মুশফিকের রান ছিল ২৫৮২। আজ ৮২ রানের ইনিংসের পর মুশির সংগ্রহ এখন ২৬৬৪। ৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। গড়- ৩৭.৫২। অন্যদিকে ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭.৯৭ গড়ে ২৬২০ রান তামিমের। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

তামিমের পর এই তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২৫৪৫ রান করেছেন সাকিব।

তামিম-মুশফিক-আশরাফুল খেলবে একই দলে, দল গড়ে ইস্ট জোনের চমক