স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে দেশসেরা ওপেনার তামিম ইকবালের কাছে অনেক প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু তিনি সেটা পূরণে ব্যর্থ হয়েছেন। ৭ ম্যাচ খেলে ২২৭ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তামিমের। কিন্তু সফল হতে পারেননি তামিম। এদিকে তামিম পরবর্তী বিশ্বকাপে ভালো করবেন বলেই ভবিষ্যৎবাণী করেছেন টাইগার কোচ স্টিভ রোডস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব, তামিমের পারফরম্যান্সে আন্তরিকতা ছিল। বেশি রান করতে পারলে অবশ্যই তার ভালো লাগত কারণ যে পরিমাণ রান সে করেছে (ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে), সেটা গর্বের ব্যাপার। তবে সে খুবই আন্তরিক ছিল এবং নিজের সেরা চেষ্টাটা করেছে। কিন্তু কখনও কখনও কোনোকিছু হওয়ার থাকে না। এই যেমন, আজ (মঙ্গলবার) সে দারুণ কিছু শট খেলেছে। আমি ভাবছিলাম, এটাই বুঝি তার দিন। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি।’
তিনি আরো বলেন, ‘এটাই ক্রিকেট। কখনও কখনও আপনি যত বেশি চেষ্টা করতে থাকেন, তত বেশি খারাপ হতে থাকে। দলের জন্য অবদান রাখতে, কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলতে তার চেষ্টা ছিল। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। কিন্তু সে নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছে। আর আমি নিশ্চিত, আরেকটি বিশ্বকাপে অর্থাৎ ভারতের মাটিতে বিশ্বকাপে সে ভালো কিছু করার সুযোগ পাবে। কারণ চার বছর পরের বিশ্বকাপে খেলার জন্য সে যথেষ্ট তরুণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।