স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে খেলেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপর জাতীয় দলের জার্সিতেও খেলেছেন এক যুগেরও বেশি সময়। তবে গেল বছর সাকিব–তামিমের কথা না বলা নিয়ে খবরের শিরোনাম হয়। একসময় একই ফ্লাটে থাকলেও এখন কেউ কারও সঙ্গে কথা বলেন না। নিজেদের এমন দূরত্ব কিভাবে তৈরি হয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিকে বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘(দুজনের মধ্যে) কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা মাঝে অনেকদিন ধরেই ছিল না।’
নিজেদের বিয়ের পর জীবন পাল্টেছে দাবি করে সাকিব বলেন, ‘আমি বিয়ে করলাম। সে (তামিম) বিয়ে করল। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা– এভাবে (নিজেদের জন্য) সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবেই ওই (আগের) নৈকট্যও ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে।’
সাকিব আর বলেন, ‘তারপর যা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে তা মনে হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।