তাসকিনকে সমর্থন দিতে গ্যালারিতে ছেলে তাশফিন
স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। তবে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে আগের ম্যাচে জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য ইনিংসে ভর করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। এতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথম কোনো সিরিজ জিতল লাল সবুজের বাংলাদেশ।
লাল সবুজের প্রতিনিধিদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ইংলিশদের সংগ্রহ ১১৭ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংলিশদের বধ করার দারপ্রান্তে মিরাজ ক্রিকেট সমর্থকদের নজর কাড়লেও আলাদাভাবে নজরে এসেছেন টাইগারদের অন্যতম সেনসেশন তাসকিন আহমেদ।
মাঠে খেলছেন তিনি (তাসকিন) আর গ্যালারিতে দর্শক-সমর্থকদের নজর কেড়েছেন তার ছেলে তাশফিন আহমেদ রিহান।
তাশফিনের হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে; তাতে লেখা, ‘আই লাভ ইউ পাপা’।
রবিবার (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনই দৃশ্যের দেখা মিলল।
তবে এবারই প্রথম না। এর আগেও বাবা তাসকিনকে সমর্থন জোগাতে মাঠে এসেছিলেন তাশফিন।
এর আগে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইংল্যান্ডের হয়ে এদিন ব্যাটিংয়ে ওপেন করতে নামেননি অধিনায়ক জস বাটলার। ফিল সল্টের সঙ্গে ব্যাটিং উদ্বোধনীতে আসেন ডেভিড মালান।
ইংলিশদের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেটট। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই মোস্তাফিজুরের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর ফিল স্টলের ৩ চার ও এক ছক্কায় ২৫ রানের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
অন্যদিকে বোলিংয়ে বাংলাদেশের হয়ে মিরাজের চার উইকেট ছাড়াও তাসকিন, সাকিব, হাসান ও মোস্তাফিজ প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।