আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলেন তুরস্কের যাত্রীবাহী বিমানের ১৭৭ আরোহী।
তুরস্কের ইস্তাম্বুলে বিমানের রানওয়েতে পিছলে গিয়ে তিনখণ্ড হয়ে যায় বিমানটি। এতে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমান বিধস্তের সময় ১৭১ যাত্রী ও আরো ছয় জন ক্রু ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।
ইজমির থেকে উড্ডয়ন করা পেগাসাস এয়ারলাইন্সের বিমানটি ভারি বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।