আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তিন বিরোধী দল মিলে সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। তাকে গদি থেকে সরানোর জন্য এই সম্মিলিত প্রয়াসকে ভালোভাবে নেননি ইমরান।
শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় একটি বিশাল জনসমাবেশে তিন দলের প্রধান – মুসলিম লিগ সভাপতি শেহবাজ শরীফ, পিপিপি’র সহ-সভাপতি আসিফ আলী জারদারি এবং জমিয়ত উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ বাক্যবিনিময় করেন তিনি।
এই তিনজনকে ‘থ্রি স্টুজেস’ বলে অভিহিত করেন ইমরান বলেন, তিনি দোয়া করছেন যেন তারা অনাস্থা প্রস্তাবের পরিকল্পনা এগিয়ে যায়। তাহলে ‘এক বলে তিন উইকেট’ নিতে পারবেন তিনি।
পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, “আমি এই তিন ডাকাতদের বিরুদ্ধে লড়ছি। আমি একটা ইনসুইং ইয়র্কারে তিন উইকেটই নিয়ে নেব, বলে দিলাম।”
ইমরান আরও বলেন, “তারা আমাকে বলে আমি যদি তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধ না করি তাহলে আমার সরকারের পতন ঘটাবে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, জীবন চলে গেলেও আমি মামলাগুলো বন্ধ করব না। আমি আপনাদের বিরুদ্ধে রাজনীতি করছি না, জিহাদ করছি জিহাদ।”
তার নিজ দলের (পিটিআই) আইন প্রণেতাদের ঘুষ দিয়ে বিরোধীরা এই অনাস্থা প্রস্তাবকে সফল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার জন্য অধিবেশন ডাকা হলে তার একদিন আগে ইসলামাবাদের ডি-চকে তার সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানান ইমরান খান। অনাস্থা প্রস্তাবে ভোটাভোটির জন্য এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
উষ্ণ আলিঙ্গনের পর বুঝতে পারলাম যুদ্ধ শুরু হয়ে গেছে : ওলহা স্ভিরিপা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।