আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর কাকতলীয় ভাবে বেঁচে ফিরে উঠলেন ৭৪ বছর বয়সী ইকুয়েডরের আলবা মারুরি নামে একজন নারী। গেল মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। তিন সপ্তাহ কোমায় থাকার পর তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ।
আলবা মারুবির স্বজন জানান, হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয় তবে সংক্রমণের ভয়ে নিরাপদ দূরত্বে রাখা হয় তাদের। এরপর হাসপাতাল থেকে মরদেহ সৎকারের পর ছাই পাঠানো হয়। এরপর গেল বৃহস্পতিবার চেতনা ফিরে পান ওই নারী। তার বোনকে খবর দেয় হাসপাতাল কতৃপক্ষ।
করোনার সময়ে মৃতের সংখ্যা নিয়ে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হওয়ায় হাসপাতালের এ ধরণের ভুল হয়েছে বলে বলছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। তার বোন অরা জানান, আমরা এতদিন জেনেছিলাম সে মারা গেছে কিন্তু অন্য কারো মরদেহ পোড়ানোর ছাই ছিল।
প্রাণঘাতী করোনাভাইরাসে ইকুয়েডরে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি ঘটেছে। করোনায় আক্রান্ত হয়েছে ২২ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।