স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ওপেনিংয়ে ব্যাট হাতে নামবেন কে; এমন প্রশ্নে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তামিম ইকবালের নাম। এক যুগ ধরে ক্রিকেট খেলে তামিম পাকাপোক্ত করে নিয়েছেন এই জায়গা। তামিমের সঙ্গে কে ওপেন করবেন এই নিয়ে ছিল ধোঁয়াশা। যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু স্বয়ং তামিম এবার বিশ্বকাপে নিজের জায়গায় যে পারফর্মেন্স করেছেন তা চরম হতাশাজনক! বেমানান।
বিশ্বকাপে তামিমের ব্যাটিং ব্যর্থতায় তীব্র সমালোচনা এখন ঘরে-বাইরে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই তামিমের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপে তামিমের ব্যাট কথা না বলা এবং ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ ফেলে দেওয়ায় এই ওপেনারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুয়ো দিচ্ছেন।
গতকাল শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে তামিমের ব্যাটিং ব্যর্থতা এবং দলের লজ্জাজনক হারে সেই সমালোচনা আরও তীব্র হয়েছে। যে কারণে দর্শকদের এমন সমালোচনা থেকে রেহাই পেতে নিজের ফেসবুক পেইজটি সরিয়ে নিয়েছেন তামিম! আজ সকাল থেকে তামিমের ভেরিফায়েড পেইজটি দেখা যাচ্ছে না। এ নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন তামিমের পেজটি রিপোর্ট করে বন্ধ করে দেয়া হয়েছে।
এজবাস্টনে রোহিতের ক্যাচ ছেড়ে দেওয়ার পর থেকে তামিমের প্রতি ক্ষোভ দর্শকদের। কারণ এই ম্যাচে তামিম ক্যাচ ছেড়ে দিয়ে রোহিতকে সেঞ্চুরি করার সুযোগ দিয়েছেন। যেখানে বাংলাদেশকে গুণতে হয়েছে অতিরিক্তি একশো’র বেশি রান। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে আশাজনক কোনো রান করতে পারেননি এই ওপেনার।
এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ২৩৫ রান করেছেন তামিম। তার ব্যাটিং গড় ২৯.৩৭। এক ম্যাচে হাফসেঞ্চুরি করলেও তা ছিল ধীরগতির। একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তবে ওপেনিং ব্যাটসম্যান হওয়ায় তামিমের কাছে প্রত্যাশা ছিল আরও বেশি। আট ম্যাচে সেঞ্চুরি নেই একটিতেও, অন্যদিকে ৫০ এর ঘর পার করেছেন মাত্র একটি ম্যাচ।
তবে রানের দিক থেকে দেখতে গেলে এবারের বিশ্বকাপ তামিম ইকবালের ‘সেরা’ বিশ্বকাপ। এবারের আগেও তিনটি বিশ্বকাপ খেলেছেন, কোনবারই ২০০ রান করতে পারেননি। এবার রান করেছেন ২৩৫। রান বিবেচনায় সবচেয়ে সফল বিশ্বকাপ তো তামিম এবারই কাটালেন! কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে তামিমের কাছ থেকে অপ্রত্যাশিত পারফরমেন্স দর্শক কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে এবারের আসর থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদের। শুরুটা ভালো দিয়ে হলেও লর্ডসের শেষ ম্যাচটা বাজে অধ্যায় হিসেবে থেকে গেল মাশরাফীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।