আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব শস্য চুরি করেছে সেই কথিত চুরি করা শস্য কিনছে তুরস্কও। খবর আল জাজিরার।
ইউক্রেন গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের দেশে উৎপাদিত শস্য চুরি করে জাহাজ বোঝাই করে সেগুলো নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ বেশ কয়েকটি দেশ এসব চুরি করা শস্য কিনছে। এর মধ্যে তারা জানাল তুরস্কও সেসব দেশের তালিকায় রয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাল বোদনার সাংবাদিকদের বলেন, তিনি তুরস্কের কর্মকর্তা ও ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন, কারা এসব চুরি করা শস্য তুরস্কের পানি সীমানা দিয়ে নিয়ে যাচ্ছে সেটি যেন তদন্ত করা হোক।
এদিকে তুরস্কের বিরুদ্ধে ইউক্রেন এমন বিস্ফোরক অভিযোগ করার পর এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। তাছাড়া যাদের বিরুদ্ধে শস্য চুরি করার অভিযোগ সেই রাশিয়াও এ ব্যাপারে কিছু বলেনি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।