আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্লেন বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত সাত জনের মধ্যে প্লেনের দুই জন পাইলটও রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু বার্তা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘বান ফেরিত মেলান বিমানবন্দর’ থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত ১০টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেছেন, বিমানটি দুই হাজার ২শ ফুট (৬৭০ মিটার) উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে। নিহত সাত জনের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন। কী কারণে ওই ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
ভেন প্রদেশের গভর্নর নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীর নিহত সাত সদস্যই হচ্ছেন দেশের গর্ব এবং তারা হলেন তুরস্কের বীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।