জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় নিয়োজিত একটি হাসপাতালে অক্সিজেন ভেন্টিলেটরের বিস্ফোরণ ঘটে নয় জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিস্ফোরণে দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের বেসরকারি সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন ধরে যায় বলে স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে হাসপাতালটি জানিয়েছে, নিহতদের সবার বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার সময় মারা যান।
শনিবার ভোরের এ ঘটনায় আগুনজনিত কারণে কেউ আহত হয়নি এবং আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গাজিয়ানতেপের গর্ভনরের দপ্তর জানিয়েছে, ওই আইসিইউতে থাকা অন্য বেশ কয়েকজন রোগীকে নিকটবর্তী একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে গভর্নরের দপ্তর।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তুরস্কে রেকর্ডকৃত করোনাভাইরাস রোগীর সংখ্যা প্রায় ২০ লাখ এবং মৃতের সংখ্যা ১৭ হাজার ৬১০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।