স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাস সতর্কতায় তৃতীয় দফার পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
অনেক দেন-দরবারের পর চূড়ান্ত হয়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর। দুই দফায় পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। শেষ দফায় আগামী এপ্রিলে একমাত্র ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু তৃতীয় দফার এই সফরটি আপাতত হচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানায়, এই দফার সফরটি আগামী এপ্রিলে না হলেও বাতিল হচ্ছে না। দুই বোর্ড আলোচনা করে পরবর্তী সময়ে সূচি নির্ধারণ করবে।
জানা যায়, করোনা ভাইরাস সতর্কতায় তৃতীয় দফার পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সফর না করার সিদ্ধান্ত জানাবে বিসিবি। ইতোমধ্যে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। করোনার মহামারি আকার ধারণ করায় এবার পিসিবিও সেভাবে জোর করছে না বলে জানিয়েছে বিসিবির সূত্রটি। তবে পিসিবির কী সিদ্ধান্ত, সেটাও জানতে চায় বিসিবি।
এই মুহূর্তে পাকিস্তান সফর না করতে বাংলাদেশ সরকার থেকেও একটা নির্দেশনা বিসিবিকে ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়। দুই-একদিনের মধ্যে সরকার থেকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে হবে বলে জানা গেছে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।