জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র দেড়মাস পর একটি পুকুর সেচে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থানা সংলগ্ন পুকুরের পানি সেচে অস্ত্র দুটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের একটি শটগান অপরটি চাইনিজ রাইফেল।
এ ছাড়াও পুকুরের তলদেশ থেকে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে।
সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা অধিনায়ক লে. কর্নেল নাহিদ-আল-আমিন জানান, এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী থানা সংলগ্ন পুকুর সেচের উদ্যোগ নেয়।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, এই দুটি নিয়ে থানা থেকে লুট হওয়া এখন পর্যন্ত ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো ৯টি অস্ত্র ও ৯১১টি গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন তিন ছাত্র-জনতা নিহত হয় এবং ১৫ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। লুট করা হয় থানার ১৬টি অস্ত্রসহ গোলাবারুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।