
আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে দক্ষিণ আফ্রিকায় চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সোমবার শীর্ষস্থানীয় একজন ভাইরাসবিদ এ বিষয়ে সতর্ক করেন।
স্বাস্থ্য পর্যবেক্ষকরা রোববার ২ হাজার ৮শ’রও বেশি নতুন শনাক্তের খবর জানিয়েছেন , যা আগের সপ্তাহে গড়ে ছিল পাঁচশ । এর আগের সপ্তাহে ২৭৫ জন সংক্রমিত হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে ড. সেলিম আবদুল করিম অনলাইনে বলেন, আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন।
তবে স্বাস্থ্য মন্ত্রী জো ফালা বলেছেন, একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই।
গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৯ হাজার ৭৯৭ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



