আন্তর্জাতিক ডেস্ক : ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন ক্রিস নেনজানি। এই পদে তার মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই পদত্যাগ করলেন তিনি। নানারকম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে শনিবার (১৫ আগস্ট) তিনি পদত্যাগ করেন।
বোর্ডে প্রশাসনিক অস্থিরতার মুখে চাপ বাড়ছিল নেনজানির ওপর। প্রধান পরিচালনা কর্মকর্তা নাসেই আপিয়া বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব ছাড়লেন তিনি।
সিএসএ এক বিবৃতিতে নেনজানিকে বোর্ডে তার আত্মনিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় কাউন্সিল সদস্যদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে যাবেন।
২০১৩ সাল থেকে বোর্ডের প্রেসিডেন্ট পদে ছিলেন নেনজানি এবং তিন বছর মেয়াদে দুইবার দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে সিএসএ’র সংবিধানে পরিবর্তন আনায় তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব বেড়ে যায় এক বছর। অবশ্য দায়িত্বে থেকে যাওয়ায় পরে অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।