জুমবাংলা ডেস্ক : বুধবার (১ মে) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ দলের মূলবহর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তবে দলের সাথে একই ফ্লাইটে যাবেন না সাকিব আল হাসান। ফলে আগে যাওয়ার কথা থাকলেও এখন দলের সাথেই যাবেন তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যাটা ১৯। যারমধ্যে ফরহাদ রেজা বুধবার প্রথম প্রহরেই রওনা দিয়েছেন ডাবলিনের উদ্দেশ্যে। তার সাথে তাসকিনেরও যাওয়ার কথা ছিল। তবে সাকিব পরের ফ্লাইটে যাওয়ায় দলের সাথে যাবেন তাসকিন।
১ মে (বুধবার) সকাল সাড়ে দশটায় জাতীয় দলের ১৭ জন ক্রিকেটার, টিম ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরা ঢাকা ত্যাগ করবেন আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে। তারা যাবেন এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে ডাবলিন।
সাকিব আল হাসান যাবেন বৃহঃস্পতিবার প্রথম প্রহরে রাত দেড় টায়। একসাথে টিকেট পাওয়া না যাওয়াতেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের পরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে সাকিব আছেন সমালোচকদের মুখে মুখে। গত ২২ এপ্রিল শুরু হওয়া দলের ক্যাম্পে যোগ না দেয়া বা দলের ফটোসেশনে অংশ নিতে না পারায় সমালোচনার প্রধান ইস্যু।ডাবলিনে পৌঁছে আগামী শুক্রবার ও শনিবার অনুশীলন শেষে রবিবার (৫ মে) আয়ারল্যান্ড ওলভস দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। আরেক সফরকারী দল উইন্ডিজের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজের সূচি-
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।