বিপিএলে কোন দল পাননি আশরাফুল-নাসির

স্পোর্টস ডেস্ক: শেষ হয়ে গেলো আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ৬ দলই ১০ জন করে স্থানীয় ক্রিকেটারকে দলে টেনেছে। যদিও একজন অটো চয়েজসহ ১৪ জনকে নেওয়া যেতো। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই সেটার প্রয়োজন মনে করেনি। শীর্ষ, প্রতিষ্ঠিত ও নামি-দামি তারকারা বেশিরভাগই দল পেয়েছেন। তবে নামের সাথে তারকা লেভেল আঁটাদের মধ্যে দল পাননি দুজন সাবেক জাতীয় ক্রিকেটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ড্রাফটে কোনো ফ্র‍্যাঞ্চাইজি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনকে কেনেনি।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়। আসন্ন এই আসরে ছয়টি দল অংশ নেবে। কিন্তু এই ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি আশরাফুল-নাসিরকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি।

আশরাফুল আর নাসিরের নামই ওঠেনি প্লেয়ার্স ড্রাফটে। ড্রাফটে আশরাফুল ও নাসির ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ১২ লাখ টাকা। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় দশ ক্রিকেটারকে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু কোন দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি।

অথচ গত বছর ফ্র্যাঞ্চাইজি বিহীন বিপিএলে আশরাফুল-নাসির শেখ জামালের হয়ে খেলেছিলেন। গত বছর বেশ কয়েকটি ইনিংস ভালোও করেন তারা। এর আগের বছর হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে আশরাফুল খেলেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীতে। নাসির রংপুর রাইডার্সে।

এছাড়া দল পাননি যুব বিশ্বকাপজীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম প্রিমিয়ার লিগে খেলেছিলেন শাইনপুকুরের হয়ে। সেখানে আহামরি পারফরম্যান্স না থাকলেও তারপর জাতীয় লিগ ও বিসিএলে রানের মধ্যে ছিলেন এ বাঁহাতি ওপেনার। তারপরও তাকে বিবেচনায় আনেনি কোনো দল। অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে জুনায়েদ সিদ্দিকী, শুভাশীষ রায়সহ টি-টোয়েন্টির চুক্তিতে থাকা আমিনুল ইসলাম বিপ্লবও দল পাননি।

দুজনেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছিলেন। আশরাফুল-নাসির ডিপিএলে নজরকাড়া পারফরম্যান্স না করলেও খুব একটা খারাপ করেননি। আবাহনী লিমিটেডের বিপক্ষে আশরাফুল সত্তোধ্র্ব একটি দারুণ ইনিংস খেলেছিলেন।

এবারের আসরে অপরিচিত বিদেশি ক্রিকেটার দল পেলেও আশরাফুল-নাসিরের জায়গা না পাওয়াটা বিস্ময়ের। আগামী ২১ জানুয়ারি শুরু হবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল। ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর।

প্রসঙ্গত, এবার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে ভালোই খেলেছিলেন আশরাফুল আর নাসির। চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে সুপার লিগে দুজনই ফিফটি হাঁকিয়ে শেখ জামালকে উপহার দিয়েছিলেন স্মরণীয় জয়।

বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ