জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের রজনীগন্ধা মার্কেটের পেছনে রূপনগর বস্তিতে লাগা আগুন তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বরং ধীরে ধীরে বড় হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে যাচ্ছে ঘরের পর পর।

শুরুতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও এরপর আরও ১২টি উইনিট এসে যোগ দিয়েছে। মোট ২০টি উইনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরূম সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল পৌনে ১০টায় এ আগুন লাগে।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুনের স্ফূলিঙ্গ এতটাই ভয়াবহ যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়েছে। চোখের পলকে পুড়ে যাচ্ছে বস্তিবাসীর ঘরের পর ঘর। আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে উঠেছে রূপনগর বস্তির আকাশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সরজমিনে দেখা যায়, বস্তিবাসী নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। যে যা পারছেন তাদের ঘর থেকে মূল্যবান জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আগুন নিয়ন্ত্রণে বস্তিবাসী ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করার চেষ্টা করছেন। বাতাসের কারণে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। আশেপাশের বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গত বছর আগস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটেছিল।
আগুন যেন বস্তির বাইরে ছড়িয়ে না যায় সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


