Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণে ক্যাঙ্গারু আইল্যান্ডে দাবানলে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দাবানলে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। এখনো নিখোঁজ অন্তত ২১ জন।
নিউ সাউথ ওয়েলসে এখনো প্রায় একশো ৩০ টি দাবানল জ্বলছে। ভিক্টোরিয়ার বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাপমাত্রা আর বাতাস বেশি থাকায় আগুন নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার দেশটির দক্ষিণ-পূর্বে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ভিক্টোরিয়ার মাল্লাকোটা থেকে প্রায় এক হাজার মানুষকে নিয়ে মেলবোর্নে পৌঁছেছে প্রথম উদ্ধারকারী জাহাজ।
দাবানল ঠেকাতে আরো তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।